ঐতিহ্যের পদচিহ্নে – The Legacy of KM Dass
ঐতিহ্যের পদচিহ্নে – The Legacy of KM Dass
প্রায় দুই শতাব্দী আগে, কলকাতার কলেজ স্ট্রিটে কেত্রমোহন দাসের হাত ধরে জন্ম নেয় “KM Dass Footwear” — এক টুকরো ইতিহাস, এক টুকরো বাঙালিয়ানার গর্ব।
তার তৈরি বিদ্যাসাগরী চটি হয়ে উঠেছিল আত্মসম্মান ও প্রতিবাদের প্রতীক, যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নীরব মর্যাদায় ব্রিটিশ অহংকারকে চ্যালেঞ্জ করেছিলেন।
পরবর্তী প্রজন্মে Satya Rajan ও Tarun Kumar Mukherjee KM Dass-কে পৌঁছে দেন নতুন উচ্চতায়।
সত্যজিৎ রায়, উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় — এমন বহু মহীরূহ ছিলেন এই ঐতিহ্যের অংশ।
আজ, তৃতীয় প্রজন্ম Soumik Mukherjee, সেই ঐতিহ্যকে নতুন দেশে, নতুন রূপে এগিয়ে নিয়ে গেছেন —
KM Dass Cleaning Services Ltd, নিউজিল্যান্ডের এক বিশ্বস্ত নাম, ১৩০+ কর্মী ও অসংখ্য প্রতিষ্ঠানের আস্থা।
From a humble slipper in old Calcutta to a nationwide enterprise in New Zealand —
a legacy of craftsmanship, integrity, and timeless pride.
আজও প্রতিটি পদক্ষেপে বাঙালির আত্মার ছোঁয়া — সেই শ্রদ্ধা, সেই মাটির গন্ধ, সেই গৌরবের উত্তরাধিকার।
KM Dass শুধু এক নাম নয়, এক অনুভব — অতীতের ঐতিহ্য আর ভবিষ্যতের প্রতিশ্রুতি।
KM Dass — where heritage meets the future.
ঐতিহ্যের গল্প — বিদ্যাসাগরী চটির ইতিহাস
প্রায় দুই শতাব্দী আগে, কলকাতার কলেজ স্ট্রিটের এক ছোট্ট দোকান থেকে শুরু হয়েছিল এক ইতিহাস — K.M. Dass & Co.।
এক জোড়া সাধারণ চটি, কিন্তু তার ভিতর লুকিয়ে ছিল এক জাতির আত্মসম্মান, এক সভ্যতার নীরব প্রতিবাদ।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে সুন্দরভাবে ধরা পড়েছে সেই স্মৃতি —
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় একদিন হিন্দু কলেজে গিয়েছিলেন। ব্রিটিশ প্রিন্সিপাল জেমস কার, অহংকারে ভর করে, টেবিলের ওপর নিজের বুট রেখে কথা বলছিলেন।
বিদ্যাসাগর কিছু না বলে সেদিনের অসম্মান মেনে নিলেন — কিন্তু পরে যখন কার সাহেব সংস্কৃত কলেজে এলেন,
তখন বিদ্যাসাগর টেবিলের ওপর নিজের সরল চটিটি রেখে একইভাবে কথা বললেন।
এ ছিল প্রতিবাদ, কিন্তু সৌজন্যের ভেতর দিয়ে; নীরব অথচ গভীর।
আর সেই চটি তৈরি হয়েছিল K.M. Dass & Co.–এর কারিগরদের হাতে —
যা পরবর্তীতে “বিদ্যাসাগরী চটি” নামে পরিচিত হয়ে উঠল বাঙালির গর্ব ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে।
সেই একজোড়া চটি আজ শুধুই এক ঐতিহাসিক বস্তু নয় —
এ এক ভাবনা, এক প্রতীক, এক গর্বের উত্তরাধিকার।
যে উত্তরাধিকার আজও বয়ে চলেছে কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটের ওপরে দাঁড়িয়ে থাকা K.M. Dass & Co. দোকানটি।
সত্যজিৎ রায়, উত্তমকুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায় —
এইসব কিংবদন্তি ব্যক্তিত্বরাও একসময় এই দোকানের গ্রাহক ছিলেন,
যাঁরা জানতেন, K.M. Dass–এর চটি মানে শুধু জুতো নয় — এটি ইতিহাসের এক স্পর্শ।
আজও আমাদের হাতের তৈরি চটির প্রতিটি সেলাই, প্রতিটি নকশা সেই ঐতিহ্যের কথা বলে —
এক বাঙালির আত্মমর্যাদার গল্প, যা শুরু হয়েছিল বিদ্যাসাগরের পদচিহ্ন থেকে।